24184

05/16/2024 কেএনএফ দমনে পাহাড়ে যৌথ অভিযান, আটক ৪

কেএনএফ দমনে পাহাড়ে যৌথ অভিযান, আটক ৪

জেলা প্রতিনিধি, বান্দরবান

৮ এপ্রিল ২০২৪ ১৩:৪৪

বান্দরবানসহ দেশজুড়ে আতঙ্ক সৃষ্টিকরা পাহাড়ী সন্ত্রাসী গোষ্ঠী কুচি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) বিরুদ্ধে যৌথভাবে সাঁড়াশি অভিযান শুরু করেছে আইন প্রয়োগকারি সংস্থা। পরিস্থিতি মোকাবিলায় রুমা-থানচি উপজেলায় কেএনএফ এর লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যুক্ত করা হয়েছে সাঁজোয়া যান। অভিযোনে থানচিতে কেএনএফ এর সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এসময় ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত একটি গাড়িসহ ড্রাইভারকে আটক করা হয়।

রোববার (৭ এপ্রিল) রাতে থানচিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার গভীর রাতে রুমা থেকে কেএনএফ এর ৩ সদস্যকে ও থানচি থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে একজনকে আটক করে। তাদের মধ্যে একজন ব্যাংক ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত। এছাড়াও ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়িসহ ড্রাইভারকেও আটক করা হয়।

তিনি আরও বলেন, উপজেলাগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে চলমান অভিযানের অংশ হিসেবে চারটি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা আরও বাড়ানো হবে। চলমান পরিস্থিতি মোকাবিলায় এসব সাঁজোয়া যানগুলো রুমা-থানচি উপজেলায় ব্যবহার করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]