23942

05/16/2024 ল্যাবএইডকে ২ লাখ টাকা জরিমানা

ল্যাবএইডকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৭ মার্চ ২০২৪ ১৮:০৬

রাজধানীর গ্রিন রোডের ল্যাবএইড হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ল্যাবএইডের ছাদে নকশাবহির্ভূত রেস্টুরেন্ট পাওয়া যাওয়ায় এবং রেস্টেুরেন্টের রান্না ঘরে রাখা গ্যাস সিলিন্ডারে লিকেজ থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরর নির্বাহী ম্যাজিস্টেট মো. জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ল্যাবএইডকে জরিমানা করা হলেও রেস্টুরেন্ট ভাঙা বা সরিয়ে ফেলার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে অভিযানের একপর্যায়ে ল্যাবএইড কর্তৃপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে ল্যাবএইড হাসপাতালে অভিযান শুরু করে ডিএনসিসির একটি আভিযানিক দল। এ সময় হাসপাতালের ছাদ যেভাবে ব্যবহার হচ্ছে তার অনুমোদন আছে কি না, তা খতিয়ে দেখেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]