2375

11/02/2025 রাঙামাটিতে সেনাসদস্যদের সঙ্গে গোলাগুলি, নিহত ২

রাঙামাটিতে সেনাসদস্যদের সঙ্গে গোলাগুলি, নিহত ২

জেলা সংবাদদাতা, রাঙামাটি

১৪ অক্টোবর ২০২০ ০৪:০৬

পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর এলাকায় সেনাসদস্যদের সঙ্গে গোলাগুলিতে দুজনের নিহত হয়েছে। নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও তারা সন্ত্রাসী বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির।

আজ (১৩ অক্টোবর) মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নানিয়াচর থানার খাড়িক্ষণ এলাকায় এই সংঘর্ষ হয় বলে তিনি জানান। পুলিশ সুপার বলেন, ‘খাড়িক্ষণ নামক স্থানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুইজন সন্ত্রাসী মারা যায় এবং একজন সেনা সদস্য আহত হন।’

রাঙামাটির পুলিশ সুপার আরও জানান, সেখান থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]