23681

01/29/2026 হঠাৎ টেস্টের মাঝপথে দল ছাড়লেন অশ্বিন

হঠাৎ টেস্টের মাঝপথে দল ছাড়লেন অশ্বিন

ক্রীড়া ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১২

রাজকোট টেস্টের তৃতীয় দিন আজ। দুই দিন বাকী থাকতেই দল ছেড়েছেন ভারতের একাদশে থাকা রবিচন্দ্রন আশ্বিন। তার পরিবারের সদস্যের অসুস্থতার কারণে এই টেস্টের বাকি অংশ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই স্পিনার। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিবৃতিতে বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেছেন, 'পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন। তার এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিসিসিআই অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। আমাদের কাছে একজন খেলোয়াড় ও তার প্রিয়জনের স্বাস্থ্য ও মঙ্গল কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অশ্বিন ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।'

বিসিসিআইয়ের বিবৃতিতে অশ্বিনের পরিবারের কোন সদস্য অসুস্থ তা স্পষ্ট না করলেও বোর্ডের সহসভাপতি রাজিব শুক্লা এক্সে জানিয়েছেন, অশ্বিনের মা গুরুতর অসুস্থ। মায়ের পাশে থাকতেই খেলা ছেড়ে চেন্নাই চলে গেছেন অশ্বিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]