23637

05/18/2024 রাজধানীর উত্তরায় রাজউকের অভিযানে ভবনের আশিংক অপসারণ

রাজধানীর উত্তরায় রাজউকের অভিযানে ভবনের আশিংক অপসারণ

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫০

রাজধানীর উত্তরা রানাভোলা সিরাজ মার্কেট এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান চলাকালীন নকশা বহির্ভূত ভবনে আংশিক অপসারণ করা হয়। অভিযানটি পরিচালনা করেন রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুল হক।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-২/১ উচ্ছেদ অভিযান চালায়।

মোহাম্মদ শামসুল হক বলেন, রাজউক প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে। ধারাবাহিকভাবে আজকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন- ২/১ আওতাধীন উত্তরা রানাভোলা সিরাজ মার্কেট এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণ করা হয়। এছাড়াও রাস্তা দখল করে ভবন নির্মাণের সামগ্রী রাখায় তাৎক্ষণিকভাবে তা অপসারণ এর ব্যবস্থা করা হয়। এবং মালামাল রেখে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সতর্ক করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন- ২/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদার, সহকারি অথরাইজড অফিসার সাবা তাসনিম, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক, মো. আবু হেনা, ইমারত পরিদর্শক মোঃ মাসুদুর রহমান,মো.নাজমুল হাসান, আমিন কবি, সরফুদ্দিন, মেহেদীসহ রাজউকের অন্য কর্মকর্তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]