23588

05/15/2024 যান্ত্রিক ত্রুটিতে আবারও বিড়ম্বনায় মেট্রোরেলের যাত্রীরা

যান্ত্রিক ত্রুটিতে আবারও বিড়ম্বনায় মেট্রোরেলের যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০০

যান্ত্রিক ত্রুটির কারণে মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রোরেল চলাচলে সমস্যা দেখা দিয়েছে। আগারগাঁও স্টেশনে এজন্য যাত্রী নিয়ে আটকে ছিল মেট্রোরেল। দশ মিনিটেরও বেশি সময় আটকে থাকার পর আবার ফার্মগেটে এসে কিছু সময় আটকে থাকে মেট্রোরেল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এমন ঘটনা ঘটেছে। মেট্রোরেলে আটকে পড়া যাত্রী নাজমুস সাকিব একথা জানিয়েছেন।

নাজমুস সাকিব জানান, হঠাৎ করে আগারগাঁও স্টেশনে এসে মেট্রোরেল আটকে যায়। বারবার মাইকে বলা হয় যান্ত্রিক ত্রুটির জন্য বিলম্ব হচ্ছে।

তিনি আরও জানান, দুপুর ১টা ২২ মিনিটে আগারগাঁও থেকে ট্রেনটি ছাড়ার পর বিজয় স্মরণী পার হওয়ার পর ফার্মগেটে এসে আটকে থাকে। এখানেও কয়েক মিনিট আটকে থাকার পর ১টা ২৮ মিনিটে ট্রেনটি পরের স্টেশনের দিকে চলতে শুরু করে।

কিছুদিন আগেও হঠাৎ মেট্রোরেলের যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়েছিল। মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ার কারণে দুই ঘণ্টার মতো মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]