23542

05/10/2024 জুনের শেষ সপ্তাহে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

জুনের শেষ সপ্তাহে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪৪

আগামী জুন মাসের শেষের দিকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী চলতি মাসে পরীক্ষার সময়সূচি ঠিক করতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরপর মন্ত্রণালয়ের নির্দেশনা মতে এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল মার্চে প্রকাশ করা হবে। এরপর শুরু হবে ফরম পূরণ। এ সময় পরীক্ষার খসড়া রুটিন তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হতে পারে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার খসড়া রুটিন এখনও তৈরি হয়নি। এনিয়ে কাজ চলছে। খসড়া রুটিন তৈরির পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]