23491

05/15/2024 ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে সম্মতি, আমন্ত্রণপত্র পাঠাবে ঢাকা

ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে সম্মতি, আমন্ত্রণপত্র পাঠাবে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩০

নয়া দিল্লি সফরে গিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আমন্ত্রণ গ্রহণ করে মৌখিকভাবে বাংলাদেশ সফরের বিষয়ে সম্মতি জানিয়েছেন দ্রৌপদী মুর্মু। এছাড়া ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠাবে বাংলাদেশ।

দিল্লি সফরে শেষে সোমবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, আমি ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) অবহিত করেছি। আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণপত্র পাঠাবো।

গত ৭ ফ্রেবুয়ারি থেকে তিন দিন প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারত সফর করেন পররাষ্ট্রমন্ত্রী। ওই সফরে গত শুক্রবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. হাছান মাহমুদ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]