23476

05/10/2024 সূর্যের দেখা মিললেও পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ

সূর্যের দেখা মিললেও পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৬

ভোরে সূর্য উঠেও পঞ্চগড়ে এখনও কমেনি শীতের দাপট। টানা ৫ দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ। তবে রোদের ঝলকানিতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ১১ ফেব্রুয়ারি সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরে সূর্য দেখা গেলেও রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে শীত। ভোরে সূর্য উঠে যাওয়ায় কিছুটা কমেছে শীতের তীব্রতা। এতে করে স্বস্তি মিলেছে কাজকর্মে। বিভিন্ন পেশার শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে। নদীতে পাথর উত্তোলন, বোরো আবাদসহ নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমজীবীরা।

স্থানীয়রা জানান, কয়েক দিন পর আবার তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীতের তীব্রতা বেশি। ভোর সকালে সূর্য উঠে যাওয়ায় কাজে যেতে কষ্ট কম হচ্ছে।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত ৫ দিন ধরে এ জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। মাঘের শেষ দিন পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]