23432

05/22/2024 কারাগারে বিএনপি নেতাকর্মীর মৃত্যু: তদন্তে উচ্চ আদালতে রিট

কারাগারে বিএনপি নেতাকর্মীর মৃত্যু: তদন্তে উচ্চ আদালতে রিট

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৯

গত ৬ মাসে দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্ত ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এটি দায়ের করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত কয়েক মাসে ঢাকা, রাজশাহী, রংপুর, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মী মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনা নিয়ে দেশে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করেছি। রিটে কারাগারে বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেছি।

এর আগে এই বেঞ্চে ক্ষতিগ্রস্থ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিষয় এই আইনজীবী রিট করেছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]