23135

05/14/2024 ১১০ মিনিট ‘আতঙ্কের’ পর আবার চাকা ঘুরলো মেট্রোরেলের

১১০ মিনিট ‘আতঙ্কের’ পর আবার চাকা ঘুরলো মেট্রোরেলের

নিজস্ব প্রতিবেদক

৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪০

ভোল্টেজ জটিলতায় ১১০ মিনিট বন্ধ থাকার পর আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এদিকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার বিষয়ে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এমআরটি লাইন-৬ এর পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস)(বৈদ্যুতিক তার) জিরো ভোল্টেজ হওয়ায় প্রায় দুই ঘণ্টা ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাতে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারেননি। তবে আগে যারা স্টেশনে ঢুকেছিলেন তারা ভেতরে অবস্থান করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]