23118

05/15/2024 হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলে আয় করতে পারবেন

হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলে আয় করতে পারবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৩

মেটার মালিকানাধীন বিশ্বের বৃহৎ মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের চ্যানেল খোলার সুযোগ এনেছে। এই চ্যানেল থেকে আয়েরও সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ প্রায়ই কোনও না কোনও নতুন ফিচার নিয়ে আসে। মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে হোয়াটসঅ্যাপ সেইসব ফিচার সংযোজন করে। সেই তালিকায় এবার জুড়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। কিন্তু আপনি কি জানেন, এই চ্যানেল থেকে আয়ও করতে পারবেন?

ইউটিউব বা ফেসবুক থেকে আয় করার উপায় আছে। এবার হোয়াটসঅ্যাপেও সেই সুবিধা মিলবে। কিন্তু সেই পদ্ধতি সহজ নয়। পরোক্ষভাবে আয় করা যাবে।

হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে অ্যাফিলিয়েটেড মার্কেটিং করতে পারবেন আপনি।

আগে জেনে নেওয়া যাক অ্যাফিলিয়েটেড মার্কেটিং কী?

অ্যাফিলিয়েটেড মার্কেটিং হল একটি বিজ্ঞাপনের মডেল। এই মডেলে কোনও কোম্পানি তাদের পণ্য বা পরিষেবা প্রচারে তৃতীয় কোনও মাধ্যমের সাহায্যে নেয়। আপনি যদি সেই তৃতীয় মাধ্যম হিসেবে কাজ করেন, তবে মূল কোম্পানির থেকে টাকা পাবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]