22983

05/16/2024 খুলনায় ১৯ মিলিমিটার বৃষ্টি

খুলনায় ১৯ মিলিমিটার বৃষ্টি

খুলনা প্রতিনিধি

৩১ জানুয়ারী ২০২৪ ১৬:৩৯

শীতের মধ্যেই খুলনায় আজ বুধবার (৩১ জানুয়ারি) ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া আজ খুলনার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে খুলনায় সকাল ৯টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর গড়াতেই দেখা মেলে সূর্যের।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা বিভাগে আজ দিনের অন্যান্য সময়েও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে। এই অবস্থায় আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, খুলনায় ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আরও দুই-তিন দিন আকাশ মেঘলা থাকবে। আজ খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকাকালীন তাপমাত্রা এমনই থাকবে। মেঘ কেটে গেলে তাপমাত্রা সামান্য কমতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]