22935

01/29/2026 মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নজরুল হক আর নেই

মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নজরুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারী ২০২৪ ১৪:১৯

বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা. নজরুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের মহাসচিব ডা. তারিক সুমন।

তিনি জানান, অধ্যাপক ডা. নজরুল হক ভোরে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের আজীবন সদস্য ছিলেন।

এসময় ডা. তারিক সুমন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা নজরুল হকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]