22881

05/19/2024 বিজেপির সঙ্গে হাত মেলাতে বিহারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

বিজেপির সঙ্গে হাত মেলাতে বিহারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারী ২০২৪ ১৩:৩৬

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোববার গভর্নর (রাজ্যপাল) রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে পদত্যাগপত্র জমা দেন নীতীশ কুমার।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, নতুন সরকার গঠনের ১৮ মাসেরও কম সময়ের মধ্যে মহাজোট থেকে বিচ্ছিন্ন হয়ে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা পার্টির (আরজেডি) সমর্থনে এ সিদ্ধান্ত নেন তিনি।

নীতীশ কুমার তার বাসভবনে জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিধানসভা সদস্যদের সঙ্গে বৈঠকের পর রাজভবনে গভর্নরের সঙ্গে দেখা করেন। আশা করা হচ্ছে, জেডিইউ সভাপতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থন নিয়ে নতুন সরকার গঠনের প্রস্তাব জানাবেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নীতীশ কুমারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন গভর্নর। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেছেন গভর্নর। এই নিয়ে চতুর্থবারের মতো দল পাল্টালেন নীতীশ কুমার।

রোববার সাড়ে ১১টা নাগাদ পটনার রাজভবন থেকে বেরিয়ে নীতীশ সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেন জোট ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তিনি। সেই সঙ্গেই জানিয়েছেন, রাজ্যপালকে সরকার ভেঙে দেওয়ার আর্জিও জানিয়ে এসেছেন।

নীতীশ বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে এই সরকারের সমাপ্তী ঘটালাম। আমি বিভিন্ন মহল থেকে পরামর্শ পাচ্ছিলাম। আমি পুরনো জোট ত্যাগ করেছিলাম, নতুন জোট বাঁধব বলে। কিন্তু এখানে পরিস্থিতি ঠিক নেই। তাই আমি ইস্তফা দিলাম। পুরনো জোট ছেড়ে আমি নতুন জোট তৈরি করব।’

পরিস্থিতি ঠিক ছিল না- কেন বললেন নীতীশ? তার জবাব দিয়েছেন অষ্টম বার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়া নীতীশ। তিনি বলেন, ‘আমি এই জোটের সঙ্গে কাজ করতে অসুবিধা বোধ করছিলাম। আমি যখন সমস্যার কথা আমার দলকে জানাই, সকলেই আমাকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন।’

কংগ্রসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের প্রথম সূত্রধার ছিলেন তিনিই। লক্ষ্য ছিল, যে করে হোক বিজেপিকে হারানো। কিন্তু সেই নীতীশই আবার বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছেন। এই প্রসঙ্গে নীতীশ বলেন, ‘আমি একটা জোট তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু দেখলাম, কেউই কিছু করছে না।’

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর একটা বিষয় পরিষ্কার, নতুন করে সরকার তৈরি হচ্ছে বিহারে এবং সেই সরকারেরও প্রধান হতে চলেছেন নীতীশই। কিন্তু রাজভবন থেকে বেরিয়ে এক বারও নীতীশের মুখে বিজেপি বা এনডিএর নাম শোনা যায়নি। নীতীশ বলেন, ‘সবাই আসুক, আস্তে আস্তে সব জানতে পারবেন!’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]