22643

08/03/2025 মাস না পেরোতেই স্বামীর ভিডিও ফাঁস করলেন দর্শনা

মাস না পেরোতেই স্বামীর ভিডিও ফাঁস করলেন দর্শনা

বিনোদন ডেস্ক

২২ জানুয়ারী ২০২৪ ১৬:২০

টালিউডের অভিনেতা মন্টু পাইলটখ্যাত সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক গেল বছরের শেষের দিকে বেশ ঘটা করে গাঁটছড়া বেঁধেছেন।

আর দাম্পত্য জীবনের এক মাস শেষ না হতেই এলো সৌরভের জন্মদিন। এদিন সামাজিক পাতায় স্বামীর একটি ভিডিও ফাঁস করলেন দর্শনা।

প্রকৃতপক্ষে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন দর্শনা। সেখানে স্যান্ডো গেঞ্জি আর শর্টস পরে নাচতে দেখা গেছে সৌরভকে। এ ছাড়া সৌরভের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কোলাজ রয়েছে। একসঙ্গে সময় কাটানো, বেড়াতে যাওয়া থেকে শুরু করে সৌরভের গান গাওয়ার ভিডিও-ও রয়েছে।

ক্যাপশনে স্বামীকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, হ্যাপি বার্থডে লাভ। খুব ভালো থাকো আর সারাজীবন আনন্দে থাকো। এভাবেই হাসি আর নাচের মধ্যে থাকো। আর স্ত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতা লেখেন— লাভ ইউ লাভ।

প্রসঙ্গত, গেল বছরের ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন দর্শনা বণিক ও সৌরভ। মাথায় টোপর পরে নাচতে নাচতে আইবুড়ো ভাত খেতে যান সৌরভ। দর্শনার মাথাতেও ছিল শোলার মুকুট।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]