22634

05/16/2024 ঘন কুয়াশায় শাহজালালে ১০ ফ্লাইটের শিডিউল বিপর্যয়

ঘন কুয়াশায় শাহজালালে ১০ ফ্লাইটের শিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারী ২০২৪ ১৩:৪৫

ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। কুয়াশার কারণে রানওয়ে দেখতে না পাওয়ায় এসব ফ্লাইট সময়মতো অবতরণ করতে পারেনি।

এছাড়া ব্যাংকক থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে ভুটানের পারো বিমানবন্দরে অবতরণ করেছে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে শাহজালাল বিমানবন্দরের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, সকাল সাড়ে ৭টায় দ্রুক এয়ারের একটি ফ্লাইট ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু ঘন কুয়াশায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে সকাল ৯টা ১০ মিনিটে ভুটানে অবতরণ করে।

এছাড়া ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১০টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। বিভিন্ন এয়ারলাইনসের কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]