22605

05/14/2024 বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন: রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারী ২০২৪ ১৭:২৪

বাংলাদেশে সদ্য গঠিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান বলে জানান রাষ্ট্রদূত।

রোববার (২১ জানুয়ারি) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার আগারগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রাষ্ট্রদূত এই কথা বলেন।

নতুন সরকার প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু হয়েছে।’

নতুন অর্থমন্ত্রীর প্রশংসা করে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমান অর্থমন্ত্রী আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি চীনের পুরনো বন্ধু। তার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় নিয়ে কথা বলতে এসেছি। তিনি আমাদের দুই দেশের সম্পর্কের বিষয়ে কাজ করেছেন।’

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আশা করি, নতুন অর্থমন্ত্রীর মাধ্যমে অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রেও সম্পর্ক আরও বাড়বে। আমরা আশাবাদী রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্কও বাড়বে।’

চীনের অর্থছাড়ের ধীরগতি প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক আলোচনা করে উভয়ের লাভের জন্যই কাজ করি। বাংলাদেশের আর্থিক খাতের কাজ এগিয়ে নেওয়ার জন্য বর্তমান অর্থমন্ত্রীর সঙ্গে কাজ করব।’এ সময় উপস্থিত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী ছিলাম। অনেকবার চীনে গিয়েছি। দেখা যাক আগামীতে কী হয়।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]