22600

05/14/2024 বিপিএল থেকে নাম সরিয়ে নিলেন চট্টগ্রামের ক্রিকেটার

বিপিএল থেকে নাম সরিয়ে নিলেন চট্টগ্রামের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

২১ জানুয়ারী ২০২৪ ১৬:২৯

চলমান দশম আসর বিপিএল শুরু হয়েছে ১৯ জানুয়ারি থেকে। তার আগে গেল বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছিল প্লেয়ার্স ড্রাফট। তার আগেই অবশ্য অংশগ্রহণকারী দল ৩ জন করে ক্রিকেটারকে রিটেইন করেছিল। চট্টগ্রামের দলের হয়ে রিটেইনেও ছিলেন তিনজন।

সেই তিনজনের একজনই এবার বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানকে দেখা যাবে না এবারের আসরে। তার কন্যা সন্তানের অসুস্থতার জন্য দশম আসর থেকে নিজের নাম সরিয়ে রেখেছেন। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম কর্তৃপক্ষ।

অফিসিয়াল বার্তায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে বলা হয়, তার (জিয়াউর রহমান) সন্তান এই মুহূর্তে কঠিন ব্যাধির সঙ্গে লড়াই করছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরিবার আমাদের প্রার্থনা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, যেন তারা এই পরিস্থিতি থেকে সুস্থ ও সফলভাবে বেরিয়ে আসতে পারেন।

জিয়াউর রহমান নিজেও তার পরিবারের পক্ষ থেকে সন্তানের জন্য প্রার্থনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে বিপিএলে প্রথম দুই ম্যাচে মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৭ রান চেজ করে জিতলেও, পরের ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার কল্যাণে হেরেছে খুলনা টাইগার্সের কাছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]