22320

05/18/2024 নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম অফিস আজ

নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম অফিস আজ

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারী ২০২৪ ১১:১৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর আজ রোববার (১৪ জানুয়ারি) থেকেই কার্যক্রম শুরু করতে যাচ্ছেন নতুন মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিসভার সদস্যরা। আজ সকাল থেকে তারা তাদের নিজ নিজ মন্ত্রণালয় বা দফতরে বসবেন।

মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণে সব রকমের প্রস্তুতি শেষ করেছে স্ব স্ব মন্ত্রণালয়। সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নেমপ্লেট পরিবর্তন করা হয়েছে।

জানা গেছে, মন্ত্রীরা সচিবালয়ে পৌঁছলে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানাবেন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। এরপর সম্মেলনকক্ষে হবে পরিচিতি সভা।

গত ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন নতুন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয় বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়। এবার প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে।

মন্ত্রিপরিষদের তালিকা:

১. আ ক ম মোজাম্মেল হক - মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

২. ওবায়দুল কাদের - সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

৩. আবুল হাসান মাহমুদ আলী - অর্থ মন্ত্রণালয়।

৪. আনিসুল হক - আইন মন্ত্রণালয়।

৫. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন - শিল্প মন্ত্রণালয়।

৬. আসাদুজ্জামান খান কামাল - স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৭. মো. তাজুল ইসলাম - স্থানীয় সরকার মন্ত্রণালয়।

৮. মুহাম্মদ ফারুক খান - বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

৯. মোহাম্মদ হাছান মাহমুদ - পররাষ্ট্র মন্ত্রণালয়।

১০. দীপু মনি - সমাজকল্যাণ মন্ত্রণালয়।

১১. সাধন চন্দ্র মজুমদার - খাদ্য মন্ত্রণালয়।

১২. আবদুস সালাম - পরিকল্পনা মন্ত্রণালয়।

১৩. মো. ফরিদুল হক খান - ধর্ম মন্ত্রণালয়।

১৪. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

১৫. নারায়ণ চন্দ্র চন্দ - ভূমি মন্ত্রণালয়।

১৬. জাহাঙ্গীর কবির নানক - বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

১৭. মো. আবদুর রহমান - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

১৮. মো. আবদুস শহীদ - কৃষি মন্ত্রণালয়।

১৯. ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

২০. সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট) - স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।

২১. মো. জিল্লুল হাকিম - রেলপথ মন্ত্রণালয়।

২২. ফরহাদ হোসেন - জনপ্রশাসন মন্ত্রণালয়।

২৩. নাজমুল হাসান - যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

২৪. সাবের হোসেন চৌধুরী - পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।

২৫. মহিবুল হাসান চৌধুরী - শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ১১ প্রতিমন্ত্রীর মধ্যে-

১. নসরুল হামিদ - বিদ্যুৎ বিভাগ।

২. খালিদ মাহমুদ চৌধুরী - নৌপরিবহন মন্ত্রণালয়।

৩. জুনাইদ আহমেদ পলক - ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

৪. জাহিদ ফারুক - পানিসম্পদ মন্ত্রণালয়।

৫. সিমিন হোসেন রিমি - মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

৬. কুজেন্দ্র লাল ত্রিপুরা - পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

৭. মহিববুর রহমান - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

৮. মোহাম্মদ আলী আরাফাত - তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

৯. শফিকুর রহমান চৌধুরী - প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

১০. রুমানা আলী - প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

১১. আহসানুল ইসলাম - বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টি আসনে জয় পায় ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]