2223

05/14/2024 ইকামার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসীদের ফিরতে আবেদন বন্ধ

ইকামার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসীদের ফিরতে আবেদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

৭ অক্টোবর ২০২০ ০২:৩৮

সৌদি প্রবাসী বাংলাদেশি নাগরিক, যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের দেশে ফেরার জন্য আবেদন গ্রহণ বুধবার (৭ অক্টোবর) থেকে বন্ধ হচ্ছে। সে কারণে আপাতত আর আবেদন গ্রহণ করা হবে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, রিয়াদের লেবার অফিস থেকে ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া কর্মীদের দেশে ফেরার আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। সে কারণে আগামী ৭ অক্টোবর থেকে রিয়াদ দূতাবাসে এ সংক্রান্ত আবেদন আর গ্রহণ করা হবে না। পরবর্তীসময়ে রিয়াদ লেবার অফিস আবার নতুন করে আবেদন গ্রহণ শুরু করলে তা জানিয়ে দেওয়া হবে।

তবে কফিলের কাছ থেকে পালিয়ে যাওয়া কর্মী ও ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া আমেল মানজিলি কিংবা সায়েক খাস পেশার কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]