22119

05/17/2024 পর্যবেক্ষক পাঠায়নি কানাডা, জানাল হাইকমিশন

পর্যবেক্ষক পাঠায়নি কানাডা, জানাল হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক

৮ জানুয়ারী ২০২৪ ১৮:০৯

এবারের নির্বাচনে কানাডা কোনো পর্যবেক্ষক পাঠায়নি বলে জানিয়েছে ঢাকায় দেশটির হাইকমিশন। কানাডার আইনপ্রণেতা পরিচয়ে নির্বাচন পর্যবেক্ষণের পর যে দুজন বক্তব্য দিয়েছেন তাদের সঙ্গে দেশটির কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) মাইক্রোব্লগিং সাইট এক্স-এ (সাবেক টুইটার) বিবৃতি দিয়ে বিষয়টি জানায় ঢাকায় কানাডার হাইকমিশন।

বিবৃতিতে হাইকমিশন বলেছে, ‘বাংলাদেশে ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচণ পর্যবেক্ষক প্রেরণ করেনি। পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান নাগরিকদ্বয় স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন বিষয়ে তাদের প্রদত্ত মতামতের সঙ্গে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।’

সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণে ভোট পর্যবেক্ষণ করতে এবার বেশ কয়েকটি দেশের পর্যবেক্ষক এসেছেন। এর মধ্যে কানাডার দুই পার্লামেন্ট সদস্য চন্দ্রকান্ত আরিয়া ও ভিক্টর ওহও রয়েছেন। রোববার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকার সোনারগাঁও হোটেলে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন এই দুজন। নির্বাচনের পরিবেশ নিয়ে তারা ভূয়সী প্রশংসা করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]