22104

01/30/2026 উত্তরায় রেস্তোরাঁতে আগুন

উত্তরায় রেস্তোরাঁতে আগুন

নিজস্ব প্রতিবেদক

৮ জানুয়ারী ২০২৪ ১৩:২০

রাজধানীর উত্তরায় আনজুম কাবাব নামে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টা ৫৮ মিনিটে রেস্তোরাঁটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ সকাল ১০টা ৫৮ মিনিটে উত্তর-১২ নম্বর সেক্টরে আনজুম কাবাব রেস্তোরাঁয় আগুন লাগার সংবাদ আসে। পরে আমাদের তিনটি ইউনিট কাজ করে ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]