21759

05/18/2024 ব্যাংক হলিডে আজ, বন্ধ থাকবে লেনদেন

ব্যাংক হলিডে আজ, বন্ধ থাকবে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৩ ১০:০৫

ব্যাংক হলিডের কারণে রোববার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন বন্ধ থাকবে। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্যাংক বন্ধ থাকায় আজ লেনদেন হবে না পুঁজিবাজারেও। তবে আর্থিক হিসাব ক্লোজিংয়ের জন্য সব ব্যাংকের প্রধান কার্যালয় খোলা থাকবে। গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

প্রতি বছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

একইভাবে ১ জুলাই তারিখও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়। ওইদিনও ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]