21679

05/14/2024 অপারেশন থিয়েটারে সালাউদ্দিন

অপারেশন থিয়েটারে সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৩ ১০:৪১

বাফুফে সভাপতি ও বাংলাদেশের অন্যতম কিংবদন্তি কাজী সালাউদ্দিন হৃদরোগে আক্রান্ত। হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়ায় সালাউদ্দিনে ওপেন হার্ট সার্জারী প্রয়োজন। হাসপাতালে দশ দিনের বেশি চিকিৎসাধীন থেকে রক্ত চাপ, কাশি সহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে আজ সকালে সালাউদ্দিনকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

সকাল সাড়ে সাতটার দিকে বাফুফে সভাপতিকে অপারেশনের জন্য প্রস্তুত করে অপারেশন থিয়েটারে নেয়া হয়। ফেডারেশন ও পরিবারের দেয়া তথ্য মতে, নয়টার দিকে অ্যানেস্থিসিয়া দেয়ার পর আনুষ্ঠানিক অপারেশন শুরুর পথে। অত্যন্ত জটিল ও সংবেদনশীল অপারেশন শেষ হতে কয়েক ঘন্টা সময় প্রয়োজন।

১৬ ডিসেম্বর বাফুফে ভবনে এসেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচনে। ফেডারেশন থেকে বাসায় ফিরেই অসুস্থতায় হাসপাতালে ভর্তি হন। হৃদযন্ত্রে নানা পরীক্ষায় ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন। কাশি ও অন্যান্য জটিলতার জন্য অপারেশন কয়েক দফা পিছিয়েছে।

অবশেষে আজ চলছে কাজী সালাউদ্দিনের অপারেশন। ৭০ বছর বয়সী কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্বের সংকটপূর্ণ অবস্থায় ফেডারেশন ও তার পরিবার দোয়াপ্রার্থী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]