2167

05/18/2024 আদালতের আদেশের অনুলিপি নকল : সাত আসামির জামিন বাতিল

আদালতের আদেশের অনুলিপি নকল : সাত আসামির জামিন বাতিল

আইন প্রতিবেদক

৫ অক্টোবর ২০২০ ০২:২৫

মামলার মূল এজাহার পরিবর্তন করে নতুন এজাহার ও নিম্ন আদালতের আদেশের অনুলিপি নকল করায় জোড়া খুনের মামলার সাত আসামির জামিন বাতিল করেছেন হাইকোর্ট।

জামিন বাতিল হওয়া আসামিরা হলেন- শেখ সাইফুল ইসলাম, আব্দুর রহমান, খালিদ শেখ, ইস্কান্দার শেখ, জমির শেখ, জিয়ারুল শেখ ও আব্বাস শেখ।

একইসঙ্গে, আদেশ পাওয়ার ১০ দিনের মধ্যে তাদেরকে সংশ্লিষ্ট বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করার জন্য বলা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হাইকোর্টের রেজিস্ট্রারকে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেনে আদালত।

রোববার (৪ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ (ভার্চুয়াল) এই আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ শুনানি করেন। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি নিজে।

২০১৯ সালের ৭ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে নাঈম দুর্বৃত্তের হাতে নিহত হন। আড়াই মাস পর খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বাবা পিরু শেখও (৫৫) মারা যান।

ওই ঘটনার পরদিন ৮ আগস্ট নিহতের মা মাফুজা বেগম বাদী হয়ে তেরখাদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ইতোমধ্যে ওই মামলায় তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম দীন ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

এই মামলার তিন আসামি শেখ সাইফুল ইসলাম, আব্দুর রহমান ও খালিদ শেখ ওই বছরের আগস্ট মাসে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৯ সালের ১৯ ডিসেম্বর খুলনা জেলা ও দায়রা জজ এই মামলার আসামিদের জামিন আবেদন খারিজ করে দেন। পরে তারা গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টে জামিন চান। ওই জামিন আবেদনে তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার তথ্য গোপন রাখা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ বলেন, মামলার মূল এজাহার পরিবর্তন করে জালিয়াতি চক্র নিজেরাই একটি এজাহার তৈরি করেন। তৈরি করেছেন নিম্ন আদালতের আদেশের অনুলিপিও। এরপর ২৪ ফেব্রুয়ারি তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে নেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সেটি প্রত্যাহার (রিকল) করা হয়। যিনি আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন এখন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল নম্বর বন্ধ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]