21579

05/17/2024 যিশুর জন্মস্থানে যুদ্ধের নীরবতা

যিশুর জন্মস্থানে যুদ্ধের নীরবতা

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৩ ১১:৩১

ফিলিস্তিনের বেথেলহেম শহরে জন্ম নিয়েছিলেন যিশুখ্রিস্ট—মুসলমানদের কাছে যিনি হযরত ঈসা (আ:)। প্রতিবার বড়দিনে ফিলিস্তিনের বেথেলহেম শহরে জড়ো হন সারা বিশ্বের অসংখ্য মানুষ। এবার সেই চিত্রটা ভিন্ন; এবার যিশুর জন্মদিনে তার জন্মস্থানে নেই কোন গাছ, প্যারেড বা আনন্দ-সঙ্গীত। সান্তাক্লজের লজেন্স কিংবা মিষ্টি বিতরণও এবার বিলীন।

কারণ, যিশুর জন্মস্থানে যুদ্ধের নীরবতা। ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপ ফিলিস্তিনের গাজা। এবার সেখানে গির্জার ভেতর যিশুর মূর্তি স্থাপন করা হয়েছে ধ্বংসস্তূপের ওপর। সেখানে কোনো তীর্থযাত্রী বা পর্যটকের আনাগোনাও নেই।

ইসরায়েলের হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন এই শহরের অসংখ্য বেসামরিক মানুষ। সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন নারী ও শিশুরা।

বড় দিনেও থেমে নেই ইসরায়েলি হামলা। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের আল-মাগাজি শরণার্থী শিবিরে এসিন ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে ইসারায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের নিরীহ নারী-শিশুদের সমর্থন করে এ বছর বড়দিনে বেথেলহেমে নীরব মিছিল বের করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।

বৃষ্টিভেজা রাস্তায় শান্তির দাবিতে পথে নেমেছে ছোট-ছোট ছেলেমেয়েরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]