21368

05/08/2024 চট্টগ্রামে কোচিং সেন্টারের অফিসে গ্রিল কেটে চুরি

চট্টগ্রামে কোচিং সেন্টারের অফিসে গ্রিল কেটে চুরি

চট্টগ্রাম প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০২৩ ১২:৩১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকায় একটি কোচিং সেন্টারের অফিসে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে স্পিকার কাউন্সিল বাংলাদেশ নামে কোচিং সেন্টারে চুরির এ ঘটনা ঘটে।

এসময় চোরের দল প্রতিষ্ঠানটি থেকে নগদ ৮ লাখ টাকা, একটি ল্যাপটপ, দুটি ল্যাপটপ চার্জার, একটি ফোনের চার্জার, একটি ডিএসএলআর ক্যামেরা ও দুটি মোবাইল নিয়ে যায়।

স্পিকার কাউন্সিল বাংলাদেশের প্রধান নির্বাহী ইমরান আহমেদ জানান, আমাদের প্রতিষ্ঠানটি মূলত ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অফিসিয়াল পার্টনার। ১৬ ডিসেম্বর ভোরে প্রতিষ্ঠানের অফিসের পেছনর গ্রিল কেটে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বা ব্যক্তিরা নগদ টাকা এবং মালামাল নিয়ে যায়। এ ঘটনা থানায় অবহিত করার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে রোববার (১৭ ডিসেম্বর) সকালে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]