21343

05/15/2024 প্রথম ওয়ানডেতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৩ ১৫:১৬

প্রথম টি-টোয়েন্টি জিতে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিল বাংলাদেশ নারী দল। শেষ পর্যন্ত ১-১ সমতায় সেই সিরিজ শেষ করেছে তারা। প্রোটিয়া মেয়েদের বিপক্ষে তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ ড্র করতে পারাটাও বড় প্রাপ্তি। সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে এবার ওয়ানডেতে নামছে টাইগ্রেসরা।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। পূর্ব লন্ডনে বাফালো পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় মাঠে নামবে দুইদল।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২০ ডিসেম্বর। পচেফস্ট্রোমের সেনেস পার্কে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। দুই দিন বিরতির পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ ডিসেম্বর। বেনোনের উইলোমোরে পার্কে হবে ম্যাচটি। এ সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপেরও অংশ।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ২ উইকেটে ১৪৯ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। আর শেষ ম্যাচে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, রিতু মণি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

স্ট্যান্ডবাই: শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশীতা আক্তার নিশি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]