212

05/16/2024 রাজধানীতে ৬ষ্ঠ দিনের মতো জীবাণুনাশক ছিটিয়েছে পুলিশ

রাজধানীতে ৬ষ্ঠ দিনের মতো জীবাণুনাশক ছিটিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ ২০২০ ০০:১৮

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং ঢাকা মহানগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় নগরীর বিভিন্ন এলাকায় জীবানুনাশক ওষুধ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার ৬ষ্ঠ দিনের মতো এ জীবাণুনাশক ছেটানো হয়। ডিএমপি সূত্র জানায়, গত দুই পর্বে নগরীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে ঘরের ভেতরে অবস্থান করার জন্য পরামর্শ কার জন্য চলে।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ থেকে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে প্রতিদিন ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগের (রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল) বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে আসছে। প্রথম পর্বে সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত এবং ২য় পর্বে বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ওষুধ ছেটানো হয়। ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের নির্দেশনায় শুরু হওয়া এ কার্যক্রম চলমান থাকবে।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]