21191

05/15/2024 বিপিএল দিয়েই ফের মাঠে ফিরবেন সাকিব

বিপিএল দিয়েই ফের মাঠে ফিরবেন সাকিব

ক্রীড়া ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৩ ১১:০৬

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ শেষ ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পাওয়ায় আগেই দেশে ফিরে এসেছিলেন তিনি। এরপর আর মাঠে নামা হয়নি তার, আঙুলের চোটও সারেনি পুরোপুরি।

বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে আঙুলের চোটের কারণেই খেলতে পারেনি সাকিব। একই কারণে নিউজিল্যান্ড সফরের দলেও নেই তিনি। এই চোট পুরোপুরি সারতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে বিধায় কিউইদের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজে খেলতে পারছেন না তিনি।

সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে গতকাল যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লিগ আয়োজিত এক অনূষ্ঠানে, কথা বলেছেন ক্রিকেটে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আশা ছিল যে নিউজিল্যান্ডে অন্তত টি–টোয়েন্টি আর ওয়ানডে খেলতে যাব। কারণ, চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে (আঙুলের চোট)। কিন্তু আমি দুই দিন আগে এখানে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে।’

এদিকে ক্রিকেটার সাকিব নিজের নামের সঙ্গে যোগ করেছেন আরও এক পরিচয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। আসছে ১৮ ডিসেম্বর থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু করবেন নির্বাচনী প্রচারণার কাজ। নির্বাচনী ব্যস্ততা এবং চোট থেকে সেরে ওঠার পর আসন্ন বিপিএল দিয়েই আবার মাঠে ফিরতে পারবেন বলেই মনে করেন তিনি।

সাকিব বলেন, ‘যতটুকু সময় লাগার কথা তার চেয়ে বেশি লাগছে, ছয় সপ্তাহের মতো লাগবে। তারপর পুনর্বাসন এবং ফিটনেস ফিরে পেতে হবে। বিপিএলের আগে আমি আসলে খুব একটা সুযোগ দেখছি না। এই সময়ে নির্বাচনও আছে। স্বাভাবিকভাবে বিপিএল থেকেই আমার খেলাটা আবার শুরু হবে বলে আমি মনে করি।’

এদিকে সাকিব আরও জানিয়েছেন যে জাতীয় দলে সময় দিতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আইপিএলে নাম দিইনি। স্বাভাবিকভাবে এতে একটা উইন্ডো (সময়) খুলবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি, নামটা প্রত্যাহার করে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি।’

আরও অনেক দিন খেলা চালিয়ে যেতে চান জানিয়ে সাকিব বলেন, ‘আগে যে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব। তিনটি সংস্করণেই খেলছি। আশা করব, যেন খেলা আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ কখনো বলতে পারে না। তবে ইচ্ছা আছে আরও অনেক দিন ক্রিকেট খেলে যাওয়ার।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]