2109

05/19/2024 সরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষর শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষর শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

২ অক্টোবর ২০২০ ২২:২৩

যেসব সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নেই, সেসব কলেজের তালিকা চেয়েছে সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আগামী ৫ অক্টোবরের মধ্যে এই তালিকা পাঠাতে বৃহস্পতিবার অধিদপ্তরের নয়জন আঞ্চলিক পরিচালককে চিঠি পাঠিয়েছে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) এবং সব সরকারি কলেজের অধ্যক্ষদেরও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

বাংলাদেশে বর্তমানে ৬৩২টি সরকারি কলেজ রয়েছে। এর মধ্যে দেড় শতাধিক প্রতিষ্ঠানে অধ্যক্ষের পদ শূন্য আছে। আর উপাধ্যক্ষ ছাড়া চলছে ২৮টি কলেজ।

সাধারণত অধ্যাপকদের মধ্যে থেকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। সরকারি কলেজগুলোতে এসব পদে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দেয়।

অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ পেতে অনেক শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন জানিয়ে একজন কর্মকর্তা বলছেন, আবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে, শিগগিরই ফাঁক পদগুলো পূরণ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]