21079

05/15/2025 প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে ইসিতে ৫৬২ আবেদন

প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে ইসিতে ৫৬২ আবেদন

নিজস্ব প্রতিবেদক

৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা কারণে বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ করতে এবং প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের হিড়িক পড়েছে। পাঁচদিনে এই সংক্রান্ত ৫৬২টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। আপিলের শেষদিন শনিবার (৯ ডিসেম্বর) ১৩১টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের মনোনয়নপত্র।

আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]