20850

05/19/2024 নেতৃত্ব পাওয়ায় বেতন বাড়ছে শান মাসুদের

নেতৃত্ব পাওয়ায় বেতন বাড়ছে শান মাসুদের

ক্রীড়া ডেস্ক

৩০ নভেম্বর ২০২৩ ১৯:১২

এতো দিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে 'ডি' ক্যাটেগরিতে ছিলেন শান মাসুদ। এবার দলটির টেস্ট অধিনায়ক হওয়ায় পদোন্নতি পাচ্ছেন তিনি। ফলে তার বেতনের পরিমাণও বাড়ছে।

মূলত পিসিবির নিয়ম অনুযায়ী, কাউকে অধিনায়ক করতে হলে তাকে অন্তত 'বি' ক্যাটাগরিতে রাখতে হবে। তাই কপাল খুলছে মাসুদের। সেক্ষেত্রে 'ডি' ক্যাটাগরি থেকে এক লাফে দুই ধাপ এগিয়ে গেলেন শান মাসুদ।

আগামী ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। বিদেশির মাটির এই সিরিজ দিয়ে সাদা পোশাকে পাকিস্তানের অধিনায়ক হিসাবে অভিষেক হতে যাচ্ছে মাসুদে।

এর আগে সমালোচনার মুখে নেতৃত্ব ছাড়তে বাধ্য হন বাবর আজম। বড় আশা নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে পা রেখেছিল পাকিস্তান। অথচ তার সিকি ভাগও পূরণ করতে পারেননি বাবর আজম-শাহিন আফ্রিদিরা। বিশ্বকাপে এমন ভরা-ডুবির বড় দায় পড়ে অধিনায়ক বাবরের কাঁধে।

আজম দায়িত্ব ছাড়ার পরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে। আর টেস্টের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]