রাজধানীর রূপনগর এলাকা থেকে আবাসন প্রতিষ্ঠান নাসিম রিয়েল স্টেটের মালিক নাসিমকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এর একটি দল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে আটক করা হয়।
র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, প্রতারক নাসিমের বিরুদ্ধে ৫৫ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি এতোদিন পলাতক ছিলেন। তার রূপনগরে থাকার খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি অস্ত্র, জালনোট ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
 
        
      