20709

05/19/2024 কেমন উইকেটে খেলবে বাংলাদেশ, যা বললেন শান্ত

কেমন উইকেটে খেলবে বাংলাদেশ, যা বললেন শান্ত

ক্রীড়া ডেস্ক

২৭ নভেম্বর ২০২৩ ১৪:৩১

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশের সামনে আরেকটি সিরিজ। এবার লাল বলের ক্রিকেটে মাঠে নামছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে কাল সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটিতে কেমন উইকেটে খেলা হবে এটাই এখন বড় প্রশ্ন!

সংবাদ সম্মেলনে আজ অবশ্য শান্ত নিজেও বলতে পারেননি কেমন উইকেট হতে পারে। ম্যাচের দিনের দিকেই তাকিয়ে থাকতে বললেন, 'কী ধরনের উইকেট এখানে হবে, সেটা বলা ঠিক হবে না, ব্যক্তিগতভাবে আমার মনে হয়। আপনারা হয়তো কাল দেখলে পরিষ্কার একটা ধারণা পাবেন। আমরা খেলোয়াড়রা যতটুকু পেরেছি, ধারণা নিয়েছি। আমাদের যে শক্তি আছে, ওই অনুযায়ী কালকে আমরা মাঠে আসব। তো কাল ম্যাচ শুরু হলে আরও পরিষ্কার ইনফরমেশন আমরা পাব।’

সাকিব, তামিম কিংবা তাসকিন আহমেদরা না থাকায় দল কি একটু নতুন কি না এমন প্রশ্নে শান্ত বলেন, ‘একদম অনেক নতুন দল বলবো না। কিন্তু অভিজ্ঞতা কম। অবশ্যই এটা একটা না একটা সময় হবেই। বাংলাদেশ ক্রিকেটে যারা এতদিন খেলেছে সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই এখনও খেলছে। একটা সময় উনারা খেলবেন না।’

শান্ত অবশ্য সাকিবদের না থাকাকে সুযোগ হিসেবে দেখছেন, ‘এটাই একটা সময় আমি মনে করি। এটা একটা সুযোগ যে আমরা যারা তরুণ ক্রিকেটার বা নতুন দলে এসেছে তাদের জন্য একটা সুযোগ। এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত এবং প্রত্যেক খেলোয়াড় তার জন্য প্রস্তুত। এই সুযোগটা কীভাবে কাজে লাগাবে সেটার জন্য তারা পরিকল্পনা করছে।’

আগের তিন ম্যাচে অধিনায়কত্ব করা নিয়ে শান্ত বলেন, 'নির্দিষ্ট করে কী শিখেছি বলা মুশকিল। কারণ ওটা ওয়ানডে ছিল, এটা টেস্ট ফরম্যাট। বিভিন্ন পরিস্থিতিতে আরও ভালো কীভাবে করা যেত... সেটা ফিল্ড প্লেসমেন্ট বা বোলিং পরিবর্তন হতে পারে, এসব ছোট ছোট বিষয়।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]