20660

05/18/2024 স্টোকসের পর আইপিএল থেকে নাম প্রত্যাহার রুটের

স্টোকসের পর আইপিএল থেকে নাম প্রত্যাহার রুটের

ক্রীড়া ডেস্ক

২৬ নভেম্বর ২০২৩ ০৯:২৯

এবার বেন স্টোকসের পথে হাঁটলেন আরেক ইংলিশ অলরাউন্ডার জো রুটও। আইপিএলের ২০২৪ আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। কাল (শনিবার) রাতে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে খেলোয়াড় ধরে রাখা কিংবা ছেড়ে দেওয়ার সময় প্রায় শেষ হওয়ার আগমুহূর্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘রিটেনশন কথোপকথনের সময় জো রুট আমাদের জানিয়েছেন তিনি ২০২৪ আইপিএল-এ অংশ নেবেন না। অল্প সময়ের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি ও তার চারপাশের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন রুট। দলই তার শক্তি এবং রয়্যালসে তিনি যে অভিজ্ঞতা শেয়ার করতে এসেছিলেন তা দল মিস করবে। আমরা তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং সবকিছুতে তার সাফল্য কামনা করছি।’

এর আগের মৌসুমে এক কোটি রুপি ব্যাসিক দামে রুটকে দলে নিয়েছিল রয়্যালস। যেখান থেকে পুনরায় টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন এই ইংলিশ তারকা, সেখানে অবশ্য মাত্র তিন ম্যাচে খেলার সুযোগ ছিল। যার মধ্যে মাত্র এক ম্যাচে ব্যাট হাতে নামতে পারেন রুট। তাতে তিনি মাত্র ১০ রান করেন। এছাড়া ২ ওভার বল করলেও পাননি কোনো উইকেট। ফলে মাত্র তিন ম্যাচেই আইপিএল ক্যারিয়ার শেষ হতে পারে রুটের!

রুটের অল্প সময়ের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের উপকৃত করেছে বলে মত রাজস্থানের, ‘৩২ বছর বয়সী রয়্যালস স্কোয়াডে অনেক গভীরতা ও অভিজ্ঞতা এনেছিলেন। যার কাছ থেকে ধ্রুভ ‍জুরেল, রায়ান পরাগ, যশস্বী জয়জওয়ালদের মতো তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শেখার সুযোগ পেয়েছে।’

আগামী আইপিএলকে সামনে রেখে পেসার আভেশ খানকে দলে নিয়েছেন রাজস্থান। এজন্য তারা টানা দুই ফাইনাল খেলা লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে বিনিময় নীতি প্রয়োগ করেছে। আভেশকে দলে টানতে তারা দেবদুত পাডিক্কালকে ছেড়ে দিয়েছে লখনৌর হাতে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]