ইসরায়েল-হামাসের সংঘাতে করণীয় নিয়ে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ডাকা বিশেষ জরুরি সভায় বাংলাদেশ যোগ দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, ১৮ অক্টোবর সৌদি আরবে প্যালেস্টাইন সংকট নিয়ে ওআইসির বৈঠক যোগ দেবে বাংলাদেশ।
রোববার (১৫ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় আব্দুল মোমেন জানান, ১৮ অক্টোবর ফিলিস্তিন সংকট নিয়ে ওআইসির সম্মেলন অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এতে বাংলাদেশ যোগ দেবে।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ গাজায় নারী ও শিশুসহ ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের ঘটনা ও অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে। দুই রাষ্ট্রনীতি বাস্তবায়নে ফিলিস্তিন সংকটের সমাধান হবে বলে মনে করে বাংলাদেশ।
বিবৃতিতে গাজায় বিপর্যয় এড়াতে মানবিক সহায়তার অনুমতি দেওয়া এবং এই অঞ্চলের একটি ন্যায্য ও স্থায়ী সমাধান এবং স্থায়ী শান্তির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশনের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে কাজ করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে ইসরায়েলে এক হাজার ৩০০ জনের মতো মানুষের মৃত্যু হয়। জবাবে সেদিন থেকেই পাল্টা হামলা শুরু করে দখলদার ইসরায়েল। শক্তিশালী এসব বোমার আঘাতে ধ্বংস হয় গাজার অনেক আবাসিক এলাকা। বাড়তে থাকে মৃত মানুষের সংখ্যা। মৃতের সংখ্যা এতটাই বাড়ছে যে কবরগুলোতে মরদেহ দাফনের আর জায়গা নেই।
হামাসের হামলার পরপরই গাজায় বিদ্যুৎ সরবরাহের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েল। দুই দিন পর গত সোমবার পুরোপুরি গাজা অবরুদ্ধ করার ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। বন্ধ করা হয় গ্যাস, পানি, খাবার ও জ্বালানি সরবরাহ। জ্বালানির অভাবে গত বুধবার গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এরপর জেনারেটর চালিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা চলছিল। তবে জ্বালানির যে মজুত ছিল, তা শেষের দিকে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস। এমন অবস্থায় মানবেতর দিন কাটছে গাজাবাসীর। দিন যতই গড়াচ্ছে সংকট ততই গভীর হচ্ছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন সংকট নিয়ে ১৮ অক্টোবর সৌদি আরবে বিশেষ জরুরি সভা ডেকেছে ওআইসি।
গতকাল শনিবার এক বিবৃতিতে ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের জেদ্দায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ৫৭টি সদস্য দেশ নিয়ে গঠন করা সংস্থা ওআইসি। সংস্থাটির পক্ষ থেকে ডাকা ১৮ অক্টোবরের বৈঠকে বাংলাদেশও অংশ নেবে বলে আজ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।