1997

05/16/2024 ৫০০ জনকে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স

৫০০ জনকে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩১

সোমবার (২৮ সেপ্টেম্বর) টোকেনধারী আরও ৫০০ জনকে টিকিট দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। যেসব প্রবাসী রিটার্ন টিকিট করে সৌদি আরব থেকে দেশে এসে করোনার কারণে আটকা পড়েন, তারাই এ টিকিট পাচ্ছেন।

এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, সোমবার ১৯০১ থেকে ২৩০০ পর্যন্ত টোকেনধারীকে ডাকা হয়েছে। এ ৫০০ জনই সোমবার টিকিট পাবেন। সকাল ১০টার দিকে সোমবারের টিকিট বিক্রি শুরু হয়েছে।

অন্য দিনের মতো সোমবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ ভিড় দেখা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট বিক্রি শুরু করে সৌদি এয়ারলাইন্স।

এছাড়া সড়কে সৌদি গমনেচ্ছু অসংখ্য প্রবাসী টিকিটের জন্য টোকেনের অপেক্ষা করছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে।

জানা গেছে, প্লেনের টিকিটের জন্য গত ছয় দিন ধরে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করেন সৌদি গমনেচ্ছুরা। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি সরকার ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা। এছাড়া সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানোয় স্বস্তিতে রয়েছেন প্রবাসীরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]