19924

05/12/2025 অপু বিশ্বাসের নামে থানায় অভিযোগ

অপু বিশ্বাসের নামে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৮

অপু বিশ্বাস নামে এক নারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন সিমি ইসলাম কলি নামের একজন প্রযোজক। তবে তিনি অভিনেত্রী অপু বিশ্বাস কি না তা উল্লেখ করা হয়নি। অভিযোগে তার (অপু বিশ্বাস) বাবা-মায়ের নাম এবং ঠিকানাও অজ্ঞাত উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এই অভিযোগ করেন তিনি।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফয়সাল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত অপু বিশ্বাস অভিনেত্রী কি না তা আমরা নিশ্চিত নই। অভিযোগে উল্লেখও করা হয়নি।

তিনি জানান, অভিযোগে জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনের নামও উল্লেখ করা হয়েছে। এতে প্রযোজক সিমি দাবি করেছেন, তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম অপু।

অভিযোগে বলা হয়েছে, গত ২৯ আগস্ট বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম অপু ইউটিউব চ্যানেলটি হ্যাক করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]