1987

05/16/2024 পদোন্নতির ৮৪ অতিরিক্ত সচিব পুরনো দপ্তরেই

পদোন্নতির ৮৪ অতিরিক্ত সচিব পুরনো দপ্তরেই

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২০ ০১:৪৪

একদিন আগে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ৯৮ কর্মকর্তার মধ্যে ৮৪ জনকে আগের দপ্তরেই পদায়ন করেছে সরকার।

এসব কর্মকর্তাকে আগের দপ্তরে পদায়ন করে রোববার কয়েকটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরমধ্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তারকেও আগের পদেই নিয়োগ করা হয়েছে।

স্থায়ী পদ না থাক‌লেও জনপ্রশাসনের ৯৮ জন যুগ্ম-স‌চিব‌কে শনিবার প‌দোন্ন‌তি দি‌য়ে অতিরিক্ত সচিব করে সরকার। প‌দোন্ন‌তির পর এদের জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

নিয়ামুযায়ী এসব কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর তাদের পদায়ন করে আদেশ জারি করা হয়।

অতিরিক্ত সচিবের ১৩০টি স্থায়ী পদের বিপরীতে বর্তমানে ৬১১ জন কর্মরত রয়েছেন বলে পদোন্নতি পাওয়া বেশিরভাগ কর্মকর্তাকে আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]