19446

05/11/2025 অপহরণের পর শিশু ধর্ষণ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অপহরণের পর শিশু ধর্ষণ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৩ ১৭:২০

চট্টগ্রামের আনোয়ারায় এক শিশুকে অপহরণের পর ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. এনামুল হক ওরফে মনির ওরফে সাব্বিরকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ মোস্তামী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, ২০১৮ সালে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন জুলদা গ্রামে একটি নির্মাণাধীন মসজিদে এনামুল হক মনির নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতো। ভুক্তভোগী শিশুটি নির্মাণাধীন মসজিদের পার্শ্ববর্তী বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতো।

মসজিদে কাজের সময় এনামুল হক ভুক্তভোগী শিশুকে আসা-যাওয়ার পথে প্রায়ই বিরক্ত করতো। ঘটনার দিন একা পেয়ে এনামুল কৌশলে ভিকটিমকে অপহরণ করে গাজীপুর জেলার শ্রীপুর জৈনা বাজার এলাকায় একটি বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করে।

পরে পরিবার ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম জেলার আদালতে নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে (সংশোধিত ২০০৩) মামলা দায়ের করেন।

ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]