19297

05/19/2024 শহর ঘুরতে বেড়িয়েছে রাজহাঁস, পেছনে দীর্ঘ ট্রাফিক জ্যাম

শহর ঘুরতে বেড়িয়েছে রাজহাঁস, পেছনে দীর্ঘ ট্রাফিক জ্যাম

রকমারি ডেস্ক

২৬ আগস্ট ২০২৩ ২১:৪৮

শহর ঘুরতে বেড়িয়েছে একটি রাজহাঁস। আর এতে সৃষ্টি হয়েছে দীর্ঘ ট্রাফিক জ্যামের। তবে সেদিকে কোনো পাত্তাই নেই তার। শহর ঘোরা শেষে নিশ্চিন্তে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে ফিরছিল হাসটি। এমন ঘটনাই ঘটেছে বৃটেনের ওয়েলসে।

বিবিসি জানিয়েছে, শেষে একটি বাস হাসটিকে এগিয়ে দিয়েছিল। ধারণা করা হচ্ছে, শহর ঘুরে নিজের পরিবারের কাছে ফিরছিল ওই রাজহাস। কিন্তু রাস্তার দুই দিকে উঁচু দেয়াল থাকায় সে কোনোভাবেই রাস্তা থেকে নামতে পারছিল না। এটির কারণে সৃষ্টি হয় ট্রাফিক জ্যাম। রাস্তার গাড়িগুলো এক পর্যায়ে হাসটিকে মোহনায় ফেরত পাঠানোর চেষ্টা করে।

এলিসন স্ত্যাথাম নামের একজন বলেন, শহরে মার্কেট করতে গিয়ে তাকে দীর্ঘ জ্যামে আটকে থাকতে হয়েছে। পরে আমরা বুঝতে পারি যে, আমাদেরকে যেতে হলে এই বড় পাখিটির সঙ্গে দর কষাকষি করতে হবে।

তবে রাস্তার দুই পাশে উঁচু দেয়াল থাকায় রাজহাঁসটিকে রাস্তা থেকে সরানো ছিল বেশ কঠিন কাজ। সবাই বেশ সাবধানতার সঙ্গে কাজ করছিল যাতে হাসটি কোনো ব্যাথা না পায়। শেষে হাসটি দেয়ালের একটি গর্ত দিয়ে পালাতে সক্ষম হয়েছে। অনেক মানুষই গাড়ি থেকে নেমে এসেছিল। তারা হাসটিকে রাস্তা থেকে সরাতে সাহায্য করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]