19259

05/10/2025 চট্টগ্রামে মাদক কারবারিদের নিরাপত্তা দিতেন তারা, অস্ত্রসহ আটক

চট্টগ্রামে মাদক কারবারিদের নিরাপত্তা দিতেন তারা, অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৩ ১৯:২৬

মাদক কারবারিদের মাদকদ্রব্য বেচাকেনা ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন। চট্টগ্রামে অস্ত্রসহ দুজনকে আটকের পর এমন তথ্য পেয়েছে র‍্যাব।

বুধবার (২৩ আগস্ট) কর্ণফুলী উপজেলার বৈরাগী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটককৃতরা হলেন- আনোয়ারা উপজেলার দক্ষিণ গরুয়া পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে শিহাবুল ইসলাম (১৯) ও একই এলাকার নবী হোসেনের ছেলে মো. জায়েদ (১৯)।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে।

আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাবের এই কর্মকর্তা জানান, মাদক কারবারিদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতে তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন। আইনি ব্যবস্থা নিতে তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]