19241

05/10/2025 ডেঙ্গুতে চট্টগ্রামে দুইজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

ডেঙ্গুতে চট্টগ্রামে দুইজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৩ ০১:০১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তবে এদিন ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৯ জন।

এতে করে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫০ জনে।

বুধবার (২৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ২৬৬ জন।

এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০৭ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৬ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৪৩ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৮০ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]