18983

05/11/2025 কিউআর কোডে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স

কিউআর কোডে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৩ ২২:৫৩

ড্রাইভিং লাইসেন্স কার্ড সঙ্গে রাখার ঝামেলা দূর করতে ই-ড্রাইভিং লাইসেন্স চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেক্ষেত্রে স্মার্টফোনে কিউআর কোডের মাধ্যমে ই-ড্রাইভিং লাইসেন্স দেখালেই চলবে।

সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব মো. মনিরুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিআরটিএর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক, টাকা আত্মসাৎ

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকরা ড্রাইভিং লাইসেন্সের ন্যায় স্মার্ট মোবাইল ফোনে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে ব্যবহার করতে পারবে। যা কিউআর কোডের মাধ্যমে যাচাই করা যাবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]