18845

05/10/2025 সোয়া ২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

সোয়া ২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট ২০২৩ ২১:১৯

মেট্রোরেলের লাইনে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশনগুলোর মধ্যে শেওড়াপাড়া সাবস্টেশন বৈদ্যুতিক লাইন ফেইল করায় সকাল সাড়ে ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। সোয়া ২ ঘণ্টা বন্ধ থাকার পর বেলা ১১টা ৪৫ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের একটি বিশ্বস্ত সূত্র। এর আগে সূত্র জানায়, শেওড়াপাড়া পাওয়ার সাবস্টেশন পাওয়ার সাপ্লাই দেওয়া হয় মেইন লাইনে। কোনো কারণে পাওয়ার সাবস্টেশনের ওই বৈদ্যুতিক লাইনটি ফেইল করেছে। ফলে সকাল সাড়ে ৯টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে সোমাবার (৭ আগস্ট) সকালে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো ট্রেন ছাড়তে ৪০ মিনিট বিলম্ব হয়। ফলে সকাল ৮টায় মেট্রোরেল চলাচল শুরুর কথা থাকলেও তা ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]