18781

05/10/2025 ‌‘ওল্ড ঢাকা’ প্রদর্শনী পরিদর্শনে মেয়র তাপস

‌‘ওল্ড ঢাকা’ প্রদর্শনী পরিদর্শনে মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট ২০২৩ ২৩:১৮

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্থাপত্য বিভাগের রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ‘ওল্ড ঢাকা’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (৭ অগাস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই প্রদর্শনী আয়োজন করা হয়।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় প্রদশর্নীর প্রস্তাবনা ও সংশ্লিষ্ট মডেলগুলো পর্যবেক্ষণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেন।

এছাড়াও ‘ওল্ড ঢাকা’ প্রদর্শনীর সঙ্গে সংশ্লিষ্ট ইউএপি স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক নাবিলা ফেরদৌসি প্রদর্শনীর প্রস্তাবনাগুলোর ওপর একটি স্লাইড শো প্রদর্শন করেন। এ সময় ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও ইউএপি স্থাপত্য বিভাগের তত্ত্বাবধানে গবেষণার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

পরে এক অনুষ্ঠানে মেয়রকে ইউএপি’র স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. নবনীতা ইসলাম বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন নিয়ে সংকলিত ‘ইউএপি একোলেডস’ শীর্ষক বই তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমান, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্থাপত্য বিভাগের প্রধান ড. নবনীতা ইসলাম প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]