18780

07/05/2025 হায়দরাবাদের হেড কোচ ভেট্টরি

হায়দরাবাদের হেড কোচ ভেট্টরি

ক্রীড়া ডেস্ক

৭ আগস্ট ২০২৩ ২৩:১৭

গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ছিলেন ব্রায়ান লারা। এবার তাকে সরিয়ে ড্যানিয়েল ভেট্টরিকে দায়িত্ব দিল ফ্যাঞ্চাইজিটি।

সানরাইজার্স হায়দরাবাদ টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, কিউই কিংবদন্তি ভেট্টরি তাদের হেড কোচের দায়িত্ব পালন করবেন। লারার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ভেট্টরিকে বেছে নিয়েছেন তারা।

সাবেক কিউই স্পিনার এর আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হেড কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৪-২০১৮ পর্যন্ত কোহলিদের কোচ ছিলেন তিনি। সর্বশেষ অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এর আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্বও সামলেছেন।

গত মৌসুমে কিংবদন্তি ব্রায়ান লারাকে কোচের দায়িত্ব দিয়েছিল হায়দরাবাদ। টম মুডির জায়গায় দায়িত্ব পেয়েছিলেন তিনি। কিন্তু লারার কোচিংয়ে খুবই বাজে কাটিয়েছে হায়দরাবাদ। দশ দলের মধ্যে দশে শেষ করেছে সর্বশেষ মৌসুমে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]