18570

05/10/2025 বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ

বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০২৩ ১৮:৪৬

উত্তরায় বিএনএস সেন্টারের সামনে বেলা ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের বাধা দেয় এবং তাদের ওপর টিয়ারসেল নিক্ষেপ করে। এতে করে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিএনপিকর্মীরা বলেন, তারা সড়ক অপরাধ করবেন না। সড়কের একপাশে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।

ট্রাফিক উত্তরা বিভাগের পুলিশ কমিশনার আসাদুজ্জামানীয় জানান, বিএনপি অবস্থান কর্মসূচির পালন করার জন্য অনুমতি নেয়নি। তাদেরকে এখানে অবস্থানের জন্য অনুমতি দেওয়া হবে না।

এদিকে এখন বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। বেলা ১১টা ৫০ মিনিটে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিএনএস সেন্টারের এক কর্নারে নিয়ে আসে। এখন তারা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]